আমরা যেন মেঘের আলোর ভিতর (গান)

আমরা যেন মেঘের আলোর ভিতর থেকে এসে
নগরী দিনের মতন কলরবে
এই জীবনের পথে চ’লে তবু
জানি শুধু এখনো যেতে হবে
তবুও দেখি সকলই ঘুমে ঘেরা
সাগরতীরে শঙ্খবালকেরা
সে উতরোল রোলের ধু-ধু নীল
দেখেছে কিছু ভেবেছে কিছু
খেলেছে ঝিলমিল
(আলোর জিব্রাইল)

শাদা আলোর, শাদা পাখির মতো
সহজ ঘুমে ডুবেছে নীরবে

ঘুমের ভিতর যে ঘুম আছে
সে দিক পানে চ’লে
ঘুমিয়ে জেগে আছি
অসীমারই ওপরে তুমি স্বাতী
ভেবেছি প্রতিপদের কাছাকাছি
চিত্রাতারার মতন (তবু তুমিও) জেগে রবে।

[রচনা: আগষ্ট-সেপ্টেম্বর ১৯৪৬]