আমরা মকর হয়ে

আমরা মকর হয়ে অনুভব ক’রে গেছি দিকচিহ্নহীন নীল সমুদ্রকে বাঁকে
গিরেবাজপাখি হয়ে পেয়ে গেছি স্ফুটমান আকাশের বিষুবরেখাকে
যখন ঢুকেছি এই মকর ও পাখিদের প্রাণে গিয়ে মানবীয়তায়
মুখ তুলে- নিসর্গের ফাঁকে
তবুও মানব-আত্মা হয়তো-বা প্রতিশ্রুতি কিছু পাবে অন্য এক দিন
যখন জ্যোৎস্না-রাতে বুনোতিতিরেরা সব গভীর সজ্ঞানে
কনফুশিয়াস থেকে কার্ল মার্কস জেনে ফেলে- তবু- তার পর
বুঝেছে পাখির জন্ম- জ্যোৎস্না আর শিশিরের বিমিশ্রিত মানে
(বড়ো এক আধােপাকা বাতাবি’র মতো এই আধােপাকা আধেক-সবুজ
এই সঞ্চারিণীঘন ক্রমিক পৃথিবী-পৃষ্ঠে ব’সে)
তবুও খঞ্জনা তুমি নও আজ- হিরামন নই আমি আঘাটার মল্লিকা’র বনে
পাখি-ঘ্রাণ চমকিত ক’রে যায় ভয়ঙ্কর নক্ষত্রের দোষে।