আমরা পাথরের তলে জীবাণুর মতো

আমরা পাথরের তলে জীবাণুর মতো বেঁচে আছি,
যার যার নিজস্ব পন্থায়-
একই মোমের আলোয় কতদিন চোখ দেখা হয় না দু’জনার,
মাঝে-মাঝে শরীরের সাথে শরীর লেগে যায় একই পোষকদেহে,
আমরা শিউরে উঠে স’রে যাই,
শেষের পর আর কে শেষ হ’তে চায়-
এক জীবনে একবার শেষ হওয়াই যথেষ্ট এবং যথেষ্টের চেয়েও বেশি।