আমরা প্রবল অতি

আমরা প্রবল অতি- পঙ্গপাল
কোনও এক স্তম্ভের কাছে
আমাদের নতজানু হতে হয়
যত দিন আমাদের জানু রহিয়াছে

মানুষ যখন তার চোখ বোজে নতশির হয়ে
স্তূপের নিকটে তবে সে-ও এক নির্বিকল্প স্থাণু
তার পর মুণ্ড নিয়ে বেড়াবে সে রৌদ্র- রৌদ্রান্তরে-
রমণীর সঙ্গমে কাজে লেগে যাবে তার জানু।

আমরা দুর্বল অতি- কৃকলাস
হে প্রবীর কৃষ্ণকায় স্তূপ
মুখোশ খুলেছ- তবু- দাও আমাদের
দুই বিধ নতজানু রূপ।