আর্টিস্টদের কথা বলছি

আর্টিস্টদের কথা বলছি
হাজার-হাজার কী লক্ষ-লক্ষ তারা চেষ্টা করছে
প্রত্যেকেই ভাবে মাঘ ভারবি ইস্কাইলাস ডেভিড মাইকেল-এঞ্জেলোর মতো হব
হব, হব না কি?
না হলে কী আর হলাম!
প্রত্যেকেই ভাবে হচ্ছি
এবং এক দিন হবই
কিন্তু কেউই হয় না
তবুও ব্যর্থতার ব্যথা তারা পায় না-
কারণ সারা জীবন ব’সে ভাবে হচ্ছি হচ্ছি হচ্ছি…
এবং মৃত্যুর বিছানা যত ক্ষণ তাদের সজাগ রাখে
এই ভাবেই ভাবে তারা
আর্টিস্টদের জীবনে এই কঠিন নিষ্ফলতা
নিজেদের হৃদয়ের এক গভীর আর্ট দিয়ে ঢেকে রেখেছে তারা
এইটুকুই তাদের সব-চেয়ে স্বতঃস্ফূর্ত অপরাজেয় আর্ট
আনন্দে ঘিরে রেখেছে তাদের
বাকি সব মৃত্যু…