আশ্চর্য এক ভোর এল

বার-বার চাঁদ আকাশে উঠে ঝ’রে গেছে
বার-বার নিভে গেছে সূর্য
কত বার মানুষেরা অন্ধকারে শব বহন ক’রে নিয়ে গেছে
এই সব ক্লান্তি

অনেক দিন পরে তবু আজ আশ্চর্য এক ভোর এল
যেন কোনও দিন কোথাও কোনও ঘটনা ঘটে নি;
হাঁসের ডানা উছলে উঠছে রৌদ্র হয়ে
নীল আকাশ বুনন করতে-করতে মৌমাছি- ফিঙা- উড়ে চলেছে
পিতলের (কাঁসার) বাসন সব ঘাটের কিনারে ঝিকমিক করছে;
এই যেন তাদের প্রথম জন্ম হল।