ভোরের আলোয়

ভোরের আলোয় সেই মনীষীকে দেখা গেল
অথবা ভোরের আলো- অথবা তা রাত্রির রঙের মতন
সর্বদাই তার চোখ- নিবিড় কথার গুণপনা
অধিকার ক’রে রাখে ভোটারের মন

টেবিলের ‘পরে তার এক ভিড় সাদা
সাদা-সাদা ববিনের মতন কাগজ
পৃথিবীতে যা হয়েছে- এক দিন- অথবা যা হবে
অথবা এখন যাহা হয়ে যায়- সকলের খোঁজ

সে-সব লিপির বুকে রয়ে গেছে
সে-সব লিপির বুকে নেই
অথবা তা পতত্রীর মতো সেই মনীষীর হাতে
হয়তো-বা মাছি তাড়াতেই।