বিজয়ী

নহি আমি উঞ্ছবৃত্তি, উদাসী ভিক্ষুক;
দ্বারে দ্বারে যাচ্ঞা মাগি বেড়ায় না মন।
মোর তাই নাই শঙ্কা, নাই নিষ্পেষণ;
নম্র নহে শির মোর,- নত নহে বুক।
বিজয়ী সৈনিক আমি, আমার কার্মুক
করিতেছে অহরহ অসত্য খণ্ডন;
টঙ্কারে টঙ্কারে ভরি ধরার অঙ্গন
ছুটিতেছে চিত্ত মোর উৎসাহী, উৎসুক।

কোথায় চকিত ভীত যাত্রিকের দল?
নির্জিতা বসুধা কোথা? নিপীড়িত জীব!
কোথা হিংসা, অত্যাচার, অসুরের বল!
কোথা সিংহাসন জুড়ে জেগে আছে ক্লীব!
আছি আমি সব্যসাচী,- দৃপ্ত, অচঞ্চল,
হস্তে মোর অনিদ্রিত উদ্যত গাণ্ডীব।