বিকেলের স্তব্ধতায় প্রতিভাত হয়

সারা-দিন পিতামহ ব্রহ্মার সাথে
দিবারৌদ্রে তর্ক ক’রে গিয়েছিল ঢেঁকি
আমরা দু’জনে আজ প্রান্তরের পারে
সুদূরবিসারী আকাশকে দেখি

দুপুরের সূর্যের হৃদয়ের থেকে
খদ্দের এখন আলোর শক্তিশেল
মানুষের অকাতর দিন শেষ হলে
জেরুজালেমের গাধা, ধুলোর বিকেল

হয়ে আছে, আমার চুপচাপ সঙ্গিনীর প্রাণে
যেন কোন ঘুম থেকে প্রাণে জেগে রয়
যেমন সহজ ভাবে জীবনের ভোরের কিরণ
বিকেলের স্তব্ধতায় প্রতিভাত হয়।