বিশ্বব্রহ্মাণ্ডের ঘুম

বিশ্বব্রহ্মাণ্ডের ঘুম কজ্জলের ভিতরে ভেঙেছে
যে সময়ে প্রজাপতি ব্রহ্মার হাতে
অসমাপ্ত কাজ থেকে ডেকে নিয়ে যায়
দেবযানী অমল প্রভাতে
মুখোমুখি দাঁড়ায়েছে
কেউ নেই সাথে

সেরকম অনুমতি পেয়ে আমি একা
(হে হৃদয়) নিবেদন করিনি কি তাকে
আমরা দু’জনে মৃত, তবু জীবিত
মৃত সব ডোডোদের ছবি যারা আঁকে
তখন পঞ্চম অঙ্ক অন্তহীন নীলিমায় চিরদিন তবু
তৃতীয় অঙ্কের তরে চুপ ক’রে থাকে।