বিস্মৃত নদীর প্রেত

বিস্মৃত নদীর প্রেত- বিবর্ণ- নির্জন
ভেসে আসে হাড়ে যেন সন্ধ্যার আঁধারে
হে দেবতা, সৌন্দর্যেরে তুলে তুমি দিলে কোন্ পারে
বলিলাম, এক গাল বাতাসের দুর্বল আহ্লাদে
যৌবনের সৌন্দর্যেরা চারি-দিকে হেমন্তের মতো;-
অন্ধকারে ডুবে যেতে কত দেরি রয়েছে বল ত’?
জামা প’রে আচ্ছন্ন ধূসর
বেড়াতেছ প্রান্তরের ‘পর
আজ রাতে তোমারে কে চেনে
বিবর্ণ জামার মতো তোমার দেহের আজ
পৃথিবীর বন্দরে কে কেনে
এক মুঠো খই আর কানাকড়ি দিয়ে
কোনও এক বুনো হাঁস ধবল উড্ডীন পাখা নিয়ে
ক্ষত নিয়ে যদিও ঝরিয়া পড়ে ব্যাপ্ত শরে- কাদার ভিতর
কাদা নয়- ধবল উড্ডীন প্রেম জ্যোৎস্নায়
আমাদের স্বপনের ঘর।