বহুযুগ কেটে গেলে আজ এই (মানুষের) পৃথিবীতে এসে
জীবনের আলোর, আশার ব্যাপারে সকলেই
পিছিয়ে গিয়েছি ঢের- নীলাকাশ সে রকম নীল
নয়;- হৃদয়েরও কাছে নয়;- মানুষের মনোলোকও হৃদয়ের চেয়ে
ঢের বেশি সমীচীন দিগন্তদর্শিনী পৃথিবীর
ধূসর নিষ্কর পথে, সূর্য তেজ কমায়ে নিভেছে রোদ বরফ পৃথিবী
লক্ষ যুগ দূরে- তবু মানুষের অন্তহীন হৃদয়বিহীন রিরংসায়
নিত্য প্রলয়ের শব্দে কেবলি নিকটতর ব’লে মনে হয়।