বসন্তের রাত

বসন্তের রাত তখন গরমের আকাশের ভিতর ধীরে-ধীরে চ’লে যাচ্ছে
সে এক শেষ-চৈত্রের জ্যোৎস্না-রাতে
আমি বাঙালি যুবা যেন প্যালেস্টাইনে চ’লে গেলাম
(হয়তো) মৃত্যুর ও-পারে শরীরহীন যুবা আমি
(হয়তো) স্বপ্নের ভেতর প্যালেস্টাইনের যুবা
কোন্ এক ইহুদি নারীর মুখ আমার বিছানার ওপর ঝুঁকে রয়েছে
আমার আধো-ঘুমকে ঘিরে বসন্ত-গ্রীষ্মের গাঢ় মদিরতা
বাইরে বড়-বড় পাহাড়ের মতো সাদা মেঘ-ঢাকা জ্যোৎস্নার ছায়া
ঝুরু-ঝুরু পাতার ঝঙ্কার
নক্ষত্রেরা যেন উঁচু-উঁচু ধূসর গাছের ছবির মতো।