বসন্ত চলিয়া গেছে

বসন্ত চলিয়া গেছে বুঝি
গরমের দিনগুলো আরামের
এখনও পড়িয়া আছে ঢের দিন- ঢের-
আসিবে অনেক দিন পরে ফের শীত
জ্যৈষ্ঠও কেটে গেল; হল না ক’ রাঙা মেঘ থেকে দূর কামরাঙা মেঘ খোঁজাখুঁজি
বাদলের দিনগুলো একা-একা ডুমুরের বুকে মুখ গুঁজি
কোকিলের ছানাটির কাটিল নিভৃত

শরতে মৌরির গন্ধে
কানসোনা ঘাসে
শালিধান- রূপশালি ধানের নিঃশ্বাসে
কাটিল অনেক দিন স্বপ্ন দেখে- কার্তিকের ধানভানা গানে
মিঠা শিশিরের গন্ধে- উঠানে ঢেঁকির ছন্দে
হারানি উড়ানি সব পাড়াগাঁর মেয়েদের রূপে
কী নেশা যে লেগে গেল কোকিলের প্রাণে

তার পর এক দিন
আহা, এক দিন
অঘ্রান ধরিল এসে উপায়বিহীন
কালো ভীরু পাখিটির ডানা
ঝরিছে বটেরও পাতা- শুকাতেছে মাঠে-মাঠে তৃণ
বাতাবি হিজল বনে দেখা গেল কালো ডানা দুই তিন দিন
তার পর আব্দুলের কাছে খোঁজ পাওয়া গেল পাখিটির
কলকাতা: টেরিট্টিবাজার ঠিকানা।