বটের শাখায়

বটের শাখায় দাঁড়কাক
কহিল: কোকিল বুঝি চ’লে যাবে শীত আসিতেছে ব’লে?… যাক
কোথাও যাব না আমি- র’ব এই মাঠে
হাটে
ঘাটে
আঁধারে বটের নীড়ে আশ্চর্য আস্বাদে দিন কাটে
চাই না শুনিতে আমি কোনও দূর বিদেশের বসন্তের ডাক-

এক দিন তার পর-
অঘ্রানের কুয়াশা আসিয়া গেছে হাড়ালো এ-পৃথিবীর ‘পর
দাঁড়কাক: দেখা হল তার সাথে সন্ধ্যার নদীর চরে
খড়ে;
ঘরে
এখুনি সে উড়ে যাবে খয়েরি চিলের সাথে বটের ভিতরে
মুখে ক’রে নিয়ে যাবে কয়েকটা উষ্ণ কুটা খড়-

আমিও এমন
ভালোবাসি পোড়ো ভিটা- কলমির মিঠা ফুল- এই মাঠ- আকন্দর বন
কোথাও দক্ষিণে দূরে এলাচি-ফুলের গন্ধে ভুলিতে চাই না এই শীত
নিভৃত
পীত
হিজল-জামের পাতা- ধুতুরার সাদা ফুল- শ্যামা-লক্ষ্মীপেঁচাদের গীত
নবান্নের নম্র গন্ধ- ইছেমতীটির মুখ হৃদয়ে তুলেছে শিহরন।