চাঁদ ডুবে গেছে

চাঁদ ডুবে গেছে- তবু সাদা যেন- আষাঢ়ের রাত
দিকে-দিকে ধূসর প্রান্তর
ঝড়- মেঘ- তবু যেন সাদা-সাদা বড় পাখি
হাওয়া হয়ে করিছে মর্মর

যে-দেশ দেখি নি আমি কোনও দিন
সেই সব অদৃশ্যের থেকে
বহু ধূসরতা এল- সারা-রাত- এই আষাঢ়ের রাতে
ধূসর থাকুক তারা আমার হৃদয়ে মুখ ঢেকে।