চাঁদের শিঙের কাছে

চাঁদের শিঙের কাছে একটি একাকী তারা
দুই জন চেনা রমণীর মতো দিতেছে পাহারা
তৃতীয় রমণী তুমি অধিত্যকার ঢালু তীরে
সেইখানে চ’লে গেছ কী এক ফিকিরে
সেইখানে দেবদারু-ডাল থেকে ধীরে
যেই সকৌতুক শব্দ ঘাসের শিশিরে
আপনাকে আলোচনা ক’রে চ’লে যায়
চতুর্থ নারীর মতো সে-ও পুনরায়
তোমার নিকটে এসে দাঁড়ায় আবার
এক প্রশ্ন তোমাদের হয় নি এখনও সমাধান
চার জন রমণীর মুখ তাই ম্লান
মরণের পরে এক সনির্বন্ধ অন্ধকার স্থান
আমাদেরও মৃত্যু হলে কখনও খোলে না তার দ্বার
শুধু সেই চার জন রমণীর হেঁটে বেড়াবার
পরিমিত সঙ্কুলান রয়ে গেছে তার।