চাকরটা আপিং খায়

চাকরটা আপিং খায়- দুধ চুরি ক’রে খায়
গুণ্ডার মতো নয়, গুণীর মতোও নয়- অধমের মতো বাজারের পয়সা চুরি করে
এক-এক বার বকতে ইচ্ছা করে তাকে
এক-এক বার জুতো পর্যন্ত মারতে
কিন্তু কিছুই করি না আমি
নিস্তব্ধ মুহূর্তে তার মুখের দিকে তাকিয়ে দেখি
মরুভূমির ভিতর একটা ব্যাঙ ব’সে রয়েছে যেন
সেই ব্যাঙের মাথায় টাক প’ড়ে গেছে-
কোথাও কোনও জল নেই- কোনও দিন থাকবে না

জুলিয়ান হাক্সলি এই রূপকে- একে- অনুর্বর ক’রে দিতে চায়
পৃথিবী তা হলে চারুদত্ত উর্বশী শঙ্কর পতঞ্জলি’র স্থান হবে?
এই চাকরের বিশিষ্ট বেদনা ও রূপ থাকবে না সে-দেশে;
বিজ্ঞান এখনও সৃষ্টির বীভৎসতা ও বেদনা-সুন্দর রসকে চিনতে পারে নি।