চারি দিকে পৃথিবীর

চারি দিকে পৃথিবীর উৎসে জল ঝরে;
রোদুরে শঙ্খচিল মাছি
উড়ে যায়, মনে হয় যেন
নীল আকাশের কাছাকাছি।

যেন এ-জীবনে আবছা স্তম্ভ সৃষ্টি আর
ভুল গ্লানি হিংসা চালানির প্রয়োজন
ফুরিয়ে গিয়েছে ব’লে এ-হৃদয় নব জলধারা:
নীলিমার রৌদ্রের মতন।

উজ্জ্বল চিহ্নের মতো উড়ে
হংসী রোদে উদ্ভাসিত হ’য়ে ওঠে তার,
সম্মুখে অমেয় শুক্ল শূন্যে রয়েছে
প্রেম আর জল্পনার ডানা ছড়াবার।

আমরা দুজনে যেন সৃষ্টির প্রথম
অন্ধ রাত্রি ছেদ ক’রে শাদা আর কালো
যে-নদী মৃত্যুর গন্ধ বুকে গিয়ে এসেছিলো তার
ক্লান্তু তৎপরতার চেয়ে অন্য আলো অন্য এক আলো।

[আনন্দবাজার পত্রিকা। বার্ষিক সংখ্যা ১৩৬২]