ছোট পাখি

ছোট পাখি, পৃথিবীতে আছ তুমি এই ভেবে এক দিন আমি
তোমার এ-জানালায় দেখা দেব- হয়তো বনের জ্যোৎস্না এসে
শালের নরম শাখা মনে ক’রে তোমার শরীরে গিয়ে মেশে
তখনও সবুজ ভূমি- মখমল- বৈতরণী নদী থেকে আমি
তবুও ব্যথার গন্ধ আনি নাই; বেদনার চেয়ে ঢের দামি
ভালবাসা; তা-ই নয়? এক দিন পৃথিবীতে এসে ভালোবেসে
সে-সব জেনেছি আমি- আমিও জ্যোৎস্নার মতো মৃদু ঢেউয়ে ভেসে
যেন এক নক্ষত্রের স্বর্গ থেকে আসিব ঘুঘুর মতো নামি

তোমার এ-জানালায়; সে-দিন মরণ যাবে মন থেকে মুছে
যেন কেউ মরে না ক’- হাতে হাত ধ’রে আছি- যেন ভালোবাসা
জ্যোৎস্না আর নক্ষত্রের থেকে এই শান্তি পায়- শান্তি, স্বপ্ন, আশা
আমরা বেদনা শুধু বার করি, মাটির ভিতর থেকে খুঁচে
কেন খুঁড়ি? খুঁচি, আহা? যখন শিরিষ শাল জ্যোৎস্না আর তুমি
বলিতেছ, শান্তি আছে- স্বপ্ন আছে- কেন দেখি মৃত্যু মরুভূমি!