চিড়িয়াখানায় গিয়েছিলাম

চিড়িয়াখানায় গিয়েছিলাম
একটা চিতাকে দেখলাম
খাঁচার ভিতর ক্রমাগত হাঁটছে
হাঁটছে- হাঁটছে- হাঁটছে- হাঁটছে
জন্তুরা তাদের অন্ধকার কামরার ভিতর
হাঁটছে- হাঁটছে
হাঁটছে- হাঁটছে- হাঁটছে- হাঁটছে
যেমন দশ বছর আগে দেখেছিলাম
আজও তেম্নি
এখনও কোনও ফাঁক আবিষ্কার হল না
যার ভিতর দিয়ে পালিয়ে
এক বার পৃথিবীর বাতাসের কোলে হারিয়ে যাওয়া যায়
চিতাদের আমি বলি: আমরাও এই রকম
কিন্তু আমি ফাঁক খুঁজি না
কে কবে খাঁচা ভাঙতে পারে
(মানুষ বা বিধাতার হাতে গড়া শিক একই রকম)