কোরাস

গম্ভীর নিপট মূর্তি সমুদ্রের পারে
এখনও দাঁড়ায়ে আছে।
সূর্যের আলোয় সব উদ্ভাসিত পাখি
আসে তার কাছে।
জানো না কী চমৎকার!
বলিল মৃতের হাড়, বিদূষক, তরবার,
আর যে-বলদ তার ফলার খেয়েছে ঘানি-গাছে।

হে চিল, চিলের গান জ্যৈষ্ঠের দুপুরে,
হে মাছি, মাছির গান,
সমুদ্রের পারে এক শব্দহীন মূর্তির বিরাম;
আর সব সাদা পাখি সূর্যের সন্তান।
জানো না কী চমৎকার!
বলিল মৃতের হাড়, বিদূষক, তরবার,
আর যে-বলদ তার ফলার খেয়েছে ঘানি-গাছে।

আলোর ভিতর দিয়ে হেঁটে চ’লে যাবার কৌশল
কেবলই আয়ত্ত ক’রে নিতে চায় পৃথিবীর উৎকণ্ঠিত ভিড়।
সৈকতে পাখিদের বরফের মতো সাদা ডানা
সূর্যের পাকস্থলীর।
জানো না কী চমৎকার!
বলিল মৃতের হাড়, বিদূষক, তরবার,
আর যে-বলদ তার ফলার খেয়েছে ঘানি-গাছে।

কেবলই পায়ের নিচে বালির ভিতরে
উঠে আসে পারাপার-প্রত্যাখ্যাত হাড়;
কালো দস্তানায় যেন সমর্পিত, অব্যক্ত হাত-
তাদের দেখায় কিমাকার।

গম্ভীর নিপট মূর্তি সমুদ্রের পারে
এখানও দাঁড়ায়ে আছে।
সূর্যের আলোয় সব উদ্ভাসিত পাখি
আসে তার কাছে।
জানো না কী চমৎকার!
বলিল মৃতের হাড়, বিদূষক, তরবার,
আর যে-বলদ তার জুড়িকে চেখেছে ঘানি-গাছে।