ডালপালা নড়ে বারবার

ডালপালা নড়ে বার-বার,
পৃথিবীর উঁচু-উঁচু গাছে
কথা আলোড়িত হয়; কেমন সে-কথা।
অন্ধকারে শঙ্খ নুড়ি ঝিনুকের কাছে।

অবশেষে একদিন থেমে
মনে হয় ক্লান্তির সাগর
মাঝে-মাঝে চেনাতে চেয়েছে তার
দুই ফুট জমিনের ঘর।

শূন্যে-শূন্যে ঢের মেঘ মুছে গেছে, তবু
নীলিমায় গা ভাসিয়ে দিয়ে শাদা-মেঘ
সারাদিন কী চেয়েছে তবে,
সারারাত কিসের উদ্বেগ।
কেন এই জীবনের সাগরে এসেছি,
হেসেছি খেলেছি কথা ব’লে গেছি কাজ ক’রে গেছি,
আরো কিছু আলো পেলে ভালো হ’তো ভেবে
তবু তার মূল্য সেই প্রাথমিক আলো হারিয়েছি।

হয়তো সূর্যই আলো- আলো মনোহীন;
মানুষের মনন হৃদয়
আলোহীন, অথবা, যা আলো ছিলো- আজ
আলো চাই নব-আলো আশার আনন্দে জ্যোতির্ময়।

[দেশ। শারদীয় ১৩৬৭]