দানবের দেশ থেকে

দানবের দেশ থেকে যেন এক চাষীর মতন
রাত্রির বাতাস এলো- ছেঁড়া-ছেঁড়া অগণন সাদা-সাদা মেঘ
এলো সব সঙ্গে তার,- যেন তারা সাদা গাভী, গাভী’দের স্তন

অপার্থিব দ্বীপ থেকে ভেসে যায় আরও দূর অপার্থিব দ্বীপের উদ্দেশে
উত্তরা কী অর্জুন কোনও স্বচ্ছ জ্যোৎস্নায় দেখে নি এদের
প্রথম এ-পৃথিবীতে এলো আজ সমতল সীমাহীন নীলিমায় ভেসে।