দানবীর স্তন

যেন মোরা মিস্ত্রি আর হাতুড়ির রচিত জাহাজে এক চ’ড়ে আছি মাঝসমুদ্রের কোলে
স্বপ্নিল জাহাজ নয়- এ-সমুদ্র কল্পনার উদগীরণে জন্মে নি ক’
সেই যুগে জলডাকাতেরও চোখে যেই ধূমাময় রহস্য-মনীষা ছিল
ফুরায়ে গিয়েছে আজ অটোগ্রাফ, স্ন্যাপশট, ফাইলের ট্রলির পৃথিবীতে
যেই রূপ দুর্ভিক্ষের কোলে ব’সে সৃষ্টি করেছিল কবি এক দিন
লক্ষ টাকা দিয়ে তার বিবর্ণ হাতের লিপি
কিনে নিতে চাই মোরা; তার পর জাদুঘরে জমায়ে রাখিতে…
তবুও দুর্ভিক্ষে যেন মরে না ক’ কেউ-
তাহা চায় না ক’;- আদমশুমারি যেন ক্রমে-ক্রমে হয়ে যায় সমুদ্রের ঢেউ
সিংহরাশি কেন্দ্র ক’রে চলুক এ-গাঢ় প্রজনন
তোমাদের রমণীরা মেষ হোক- মোরা চাই দানবীর স্তন।