ডেকে নিয়ে গিয়েছিল তাহাদের

ডেকে নিয়ে গিয়েছিল তাহাদের সূর্যের প্রবল আলো,- বিস্তৃত আকাশ
ডেকে নিয়ে গিয়েছিল তাহাদের এক পথ হ’তে দূর অন্য এক পথে!
শীতের প্রথম হাওয়া যখন এসেছে ভেসে,- কাঁদিয়াছে প্রথম পর্বতে
যখন শীতের হাওয়া,- যখন শিশির এসে ক’রে গেছে গ্রাস
পাহাড়ের দেবদারু,- কুয়াশার খোঁচা খেয়ে যখন বুজেছে ভিজে শাখা,
সন্ধ্যার পাখির মতো যখন গুটায়ে গেছে অন্ধকার পর্বতের পাখা,-
সিন্ধুর পাখির মতো তখন শুনেছে তারা তাহাদের সমুদ্রের কথা!
রক্তের মতন তাপ যেই ঢেউয়ে,- যেই সমুদ্রের ঢেউয়ে রক্তের তীক্ষ্ণতা,
ঘূর্ণির মতো ক’রে ঘুরায়েছে তারা সেই সমুদ্রের চাকা-।

টাইটানের মতো তারা,- প্রথম করেছে এসে সাগরের ফেনার আস্বাদ!
উষ্ণ সমুদ্রের ডাকে দল বেঁধে চ’লে গেছে,- প্রথম ছাড়িয়া গেছে স্থল!
আহত পাখির মতো ব্যথা পেয়ে যেইখানে কেঁদে ওঠে সমুদ্রের জল
ভাঙা পাহাড়ের বুকে; যেইখানে ধ’সে পড়ে পাহাড়ের পাথরের বাঁধ,-
নষ্ট হয়ে প’ড়ে যায় পুরাতন দেবতার উপেক্ষিত আসনের মতো;
সমুদ্রের বুকে এসে যেইখানে পৃথিবীর সমুদ্রেরা হতেছে আহত;
বাতাসের বুকে এসে যেইখানে ঝড় তোলে পৃথিবীর সকল বাতাস;
যেখানে সমুদ্র এসে আকাশেরে গ্রাস করে;- যেখানে আকাশ করে ঘ্রাস
সমুদ্রেরে;- তবুও সমুদ্র জাগে আকাশ সিন্ধুর পিছে জেগে ওঠে যত!