দেশ কাল সন্ততি

চারি দিকে আছে ব্যস্ত নদীদের ক্ষণ
হৃদয়ের আত্মীয় নারীর মতন;
শঙ্খচিল উড়ে যায়- ঘরে ফিরে আসে;
ডানার ছায়ায় শব্দ ঘাসে।

এক পৃথিবীর ধর্ম নষ্ট হয়ে গেছে,
অন্য পৃথিবীর বুদ্ধি ক্ষয়ের সন্ধানে;
ইতিহাস কোনও দিনই নির্দোষ নয়;
কাজ ক’রে চলেছে সজ্ঞানে।

তবুও সেই ভয়াবহ সময়ের থেকে
ক্লান্ত ব্যর্থ পৃথিবীর ব্যক্তিদের ডেকে
জীবনের অন্য কোনও স্নিগ্ধ, কোনও স্থিরতর স্থল
পেতে হলে অন্বেষণ হবে কি নিষ্ফল?

জলের কণায় রৌদ্রে আকাশের মহাসনাতনে
নক্ষত্রে মিলিয়ে নিয়ে চেতনার অন্তঃশীল আলো
হয়তো বেদনা রক্তে জন্মাধীন মানুষের নষ্ট ইতিহাস
হতে পারে- মাঝে মাঝে হতে পারে ভালো।