ধীরে ধীরে- ক্রমে

ধীরে-ধীরে- ক্রমে- তবু ঢের বেশি ক্লোরোফর্ম দাও তারে
অকস্মাৎ আবিষ্কার হয় যেন সমুদ্রের পারে অন্ধকারে
টাহিটি মেয়ের মতো;- তবুও বৃহৎ সূর্য চিনাদের লণ্ঠনের মতো
কমলারঙের স্বাদে নিভিতেছে ঢেউয়ের ভিতরে
পৃথিবীর শেষ কালো গম্বুজের চিকীর্ষারে পিছে ফেলে
তোমারে বাতাস টেনে নিয়ে যাবে ধীরে-ধীরে
(তৃতীয়ার প্যারাফিন-চাঁদটিরে জ্বেলে)
মৃতদার সারসের লঘু এক পালকের মতো

তা না হ’লে, হে যুবক, এই বয়স্কার প্রেমে
তুমি হবে কী ক’রে বিরত।