ধূসর চিন্তার জাল

ধূসর চিন্তার জাল আরও- আরও এসে
ক্রমে-ক্রমে অন্ধ ক’রে দিয়ে যাবে চোখ;
কাকের হৃদয় ঘিরে মৌন নিরুদ্দেশে
চ’লে যায় যেমন আলোক

নিভে যায় কুয়াশায়
হেমন্তের বিকেলের শেষ হয়ে গেলে
এ-জীবনে আমিও পেয়েছি বিকেল ঢের
তার পর কোন্ নীল জাফরান আলো ঢেলে-ঢেলে

জ্বালিব আঁধার রাত
তখন কি চিন্তা শুধু? শ্বেতাশ্বতর?
প্রশ্ন শুধু
আরও প্রশ্ন- মীমাংসার পর?

কিংবা মূক মৃত্যু শুধু?-
রঙিন ডিমের শূন্য খোলার মতন
শিশিরে রয়েছে ভিজে
নাই আর কোনও শিহরণ?

তবুও লেবুর গাছ সেই দিনও- জানি আমি
রহিবে অনেক ফুলে ভ’রে
এত ফুল- এই রাত- এ-নির্জনে
সাদা-সাদা পাখি হয়ে ঘোরে

সাদা ফুল
সাদা- সাদা পরি’র মতন
বালিশে ঘুমায়ে থাকে জীবিতেরা
মৃতেরা তখন

সাদা ফুলে
সাদা-সাদা পরি’র মতন
কঙ্কণ নদীর স্বাদে
করে বিচরণ।