ধূসর মৃত্তিকা

ইঁদুরের মতো ধূসর মৃত্তিকা
কালো ফিতার মতো নদী
চিনেহাঁসের মতো সাদা-সাদা মেঘ
নক্ষত্রের রুপালি আগুন
এদের নির্জন শব্দ
কানকে স্নিগ্ধ করে

মানুষের ধূমায়মান বন্দরের থেকে
জীবন সংগ্রহ করবার আহ্বান আসছে
মঙ্গোলিয়ার মাঠে মৃত স্তূপের ভিতর
ম’রে থাকবার
লাথি খাবার, প্রবঞ্চিত হবার
সকলের তলে তলিয়ে যাবার আবেগ এসেছে হৃদয়ে
চলো ইঁদুরের মতো ধূসর মৃত্তিকা
তোমার বিরাট তরঙ্গের তাম্র রৌদ্রের ভিতর

মানুষের জীবনের প্রেরণায় বন্দুক তৈরি হয় ব’লে
ঈশ্বর বুনোহাঁস তৈরি করেন;
চলো গিনিপিগের মতো ধূসর নির্বোধ মৃত্তিকা,
মানুষের জীবনকে ব্যবহৃত ক’রে বিদায় নিতে দাও।