ধূসর পাহাড় এসে দাঁড়াবে

ধূসর পাহাড় এসে দাঁড়াবে চোখের পাশে এক দিন
চূড়ায় রয়েছে ব’সে দানবী জননী
তখন পড়েছে পিছে পৃথিবীর আলো সব
চির-দিন জামরুল-কাননের মতো এক ধ্বনি
যা জেনেছি;- হয়ে যায়- নিভে যায় জটিল জ্যামিতির তার
অস্পষ্ট আকাশে মেঘ দানবীয়তার
কপিশ প্রাসাদ নিয়ে দেখা দেয় ধীরে
হ্রদের ভিতরে সূর্য ডুবে গেছে বৃত্তে চির-দিন
জলের ভিতর থেকে আলো কোনও বোলতা’র হলুদ শরীরে
চমকায়ে জেগে উঠে করিবে না খেলা
সোনালি চিলেরা আর নীলিমায় হবে না উড্ডীন।