দোয়েল

কোনও এক দোয়েলেরে কাছে ডেকে আনিলাম- হৃদয়ের ঘরে
ফুরালেও ফুরায় না যেই সব ফুল রৌদ্র মুখের প্রতিভা
তাহাদের সোনা যেন তার চোখে- আলোর রঙের মতো বিভা
মনে পড়ে যেন কোন শৈশবের প্রান্তরের ঘাস
যেইখানে নীলিমার তৃপ্তি অবিনাশ
উঁচু-উঁচু পল্লবের রৌদ্রে দোলে আমোদিত জিরাফের গ্রীবা।

সেইখানে সাদা রৌদ্রে গাছে-গাছে ডোরা-কাটা পাখিদের প্রেম
নীল ফ্রক পায়ে দিয়ে ব’সে আছে আমার শৈশব
যেন প্রাণ পাখিদের পালকের মতো কলরব
যেন আমি নীল ডিম উঁচু গাছে- সাগরের পারে এক দেশে
যেইখানে সূর্য শুধু সূর্যের উদ্দেশে
ছুঁড়ে মারে চিন-সমুদ্রের ভোর, সিংহলের সমুদ্রের জ্যোতির গৌরব।

রাতের জামির-বনে পৃথিবীর পাটনির কড়ি নাই যে-নদীর জলে
সেইখানে বেদনার আদি উদ্ভব:
অথবা সেখানে শান্তি?- ‘শান্তির শব!’
কে যেন বলিল সাদা কুয়াশার মতো দাঁতে হোসে
অরণ্যের অন্ধকার ঠেসে
উষারানি ঘোষালের মতো দূর নক্ষত্রের হিম হাত রহিল নীরব।