দুপুর গড়িয়ে গেল

দুপুর গড়িয়ে গেল- ফাল্গুনের অপরাহ্ন-বেলা
এল ক্রমে- মাঠ বেয়ে বহু দূর গেলাম একেলা;
তার পর, যেখানে মাঠের পাশে নিস্তব্ধ বিজন
মানুষ ঘুমিয়ে আছে কয়েকটি- চারি-দিকে জাম বাঁশ কাঁঠালের বন
সে-শ্মশানে দেখলাম কিছু ক্ষণ রৌদ্রের খেলা।

কোথাও পাখি নেই- প্রাণীও নেই- কোথাও কিছু নেই- নেই;
তেরো শো আঠারো সালে অঘ্রানে- মধ্য-রাতে সেই
তোমাকে এখানে রেখে গেছিলুম,- তুমি
আজও এ-মাটির পটভূমি।
তোমার শাশ্বত ধর্ম এই!
(শাশ্বত মানবী ধর্ম এই!)