দূর পথে জন্ম নিয়ে

দূর পথে জন্ম নিয়ে রহিতাম যদি আমি- কাফিরের ছেলে।
সবুজ শাখার মতো সেইখানে মানুষের হৃদয় স্বচ্ছল,
অন্তরের অবসরে শান্ত হয়ে আছে সেই আকাশের তল,-
বুক থেকে আমাদের আজিকার পৃথিবীর ফাঁস খুলে ফেলে
সেইখানে ব’সে যদি রহিতাম বালকের মতো অবহেলে!
সেইখানে কোনও দিন এই চূর্ণ পৃথিবীর কোনও কোলাহল
কেউ গিয়ে শোনে না ক’;- শুদ্ধ হয়ে ধরণীর সমুদ্রের জল
যেই সাধ পূর্ণ করে অন্ধকারে আকাশের নক্ষত্রেরে পেলে

আমিও তেমন ক’রে অসহিষ্ণু হৃদয়ের অন্বেষণ ভুলে,
সেই দূর আকাশের আলো আর আঁধারের সাথে এক হয়ে
রহিতাম সেইখানে জীবনেরে শিশুর মতন বুকে তুলে!
কাফির ছেলের মতো রহিতাম সে অনেক অবসর ল’য়ে;
জন্মাতাম যদি আমি দূর পথে সকল শৃঙ্খল খুলে-খুলে,-
প্রভাতের সমুদ্রের সাদা ফেনা- স্বচ্ছল জলের মতো ব’য়ে!