দূর পৃথিবীর গন্ধে

দূর পৃথিবীর গন্ধে ভ’রে ওঠে আমার এ-বাঙালি মন
আজ রাতে; একদিন মৃত্যু এসে যদি দূর নক্ষত্রের তলে
অচেনা ঘাসের বুকে আমারে ঘুমায়ে যেতে বলে,
তবুও সে ঘাস এই বাংলার অবিরল ঘাসের মতন
মৌরীর মৃদু গন্ধে ভ’রে রবে- কিশোরীর স্তন-
প্রথম জননী হয়ে যেমন নরম দুধে গলে
পৃথিবীর সব দেশে- সব চেয়ে ঢের দূর নক্ষত্রের তলে
সব পথে, এই সব শান্তি আছে: ঘাস- চোখ- সাদা হাত- স্তন-

কোথাও আসিবে মৃত্যু- কোথাও সবুজ মৃদু ঘাস
আমারে রাখিবে ঢেকে- ভোরে, রাতে, দু’পহরে পাখির হৃদয়
ঘাসের মতন সাধে ছেয়ে রবে- রাতের আকাশ
নক্ষত্রের নীল ফুলে ফুটে রবে- বাংলার নক্ষত্র কি নয়?
জানি না ক’; তবুও তাদের বুকে স্থির শান্তি- শান্তি লেগে রয়;
আকাশের বুকে তারা যেন চোখ- সাদা হাত- যেন স্তন- ঘাস-