এইখানে মাঝরাতে

এইখানে মাঝরাতে সাগরের পারে
আমার হৃদয় যেন সব চেয়ে শেষ দ্বীপ স্পর্শ করে গিয়ে;
পেছনের চেনা চিহ্ন মূল্যের দরকার গিয়েছে ফুরিয়ে।
সমস্ত সাগর যেন সাদা এক পাখির মতন
ঘরে ফিরে ঘুমুচ্ছে;- আর-এক সমুদ্র তবু মানুষের মন
কপাট খোলার শব্দ (সে সিন্ধুর) শোনা যায় দূর থেকে দূরে।