এইখানে প্রান্তরের ‘পরে

এইখানে প্রান্তরের ‘পরে ব’সে আছি;
চেয়ে আছি রাত্রির পানে- ঐ নক্ষত্রের পানে;
স্টিমারের সার্চ-লাইট আলো ফেলে পথের সন্ধানে
চ’লে যায় আরও দূর পথে।
আমারও হৃদয়ে আজ অন্বেষণ জেগে ওঠে-
যেন কোন ব্যাপৃত জগতে
দক্ষিণ সমুদ্র থেকে ব্যথা বুকে ক’রে ফিরে এসে
বাঙলার জাম ঝাউ হিজলের বনে উঁচু গাছে
লুপ্ত কোরালকে খুঁজে কোরাল-পাখিনী আজও আছে।