এক দিন

এক দিন দীপ জ্বালালাম
উজ্জ্বল নক্ষত্র সব আকাশের পর
ব্যারাকের বর্শায় ক’রে আছে ভর
দৃঢ় হিম সেই আড়ম্বর
জানে না ক’ মানুষের দাম

জানে ঢের গভীর বিস্ময়
তাই শীত, তাই তীক্ষ্ণ- কোনও কথা নাই
কোনও দয়া- কোনও প্রেম- কোনও অশ্রু: তাই
তাহাদের বুকে আর পায় নি ক’ ঠাঁই
তাই তারা অবিরল: সমারোহময়
জানে ঢের গভীর বিস্ময়?