এক দিন মুখোমুখি

এক দিন মুখোমুখি তার সাথে বসেছিনু পৃথিবীর পারে
হয়তো-বা এক দিন
সমস্ত দিনের শেষে সন্ধ্যার আঁধারে
র’য়ে গেল হৃদয়ের কাছে এই ঋণ
এক দিন ঢেউয়ের ভিতর থেকে আরও দূর আরও কালো নদীর ভিতরে
নক্ষত্রেরা জাল ফেলে রুপার মাছের মতো আমারে কি তুলে নেবে ঘরে
নক্ষত্রদেশের সিন্ধু হবে তুমি- মাংসের হাত ছেড়ে হব আমি মীন।