এক দিন, মনে আছে

এক দিন, মনে আছে সে এক বিস্তৃত রাতে জেগে থেকে বলিয়াছি আমি,
‘কোন দূর নক্ষত্রের ফাঁস খুলে পৃথিবীর পারে নেমে এলে মহীয়সী,
আড়ষ্ট শীতের রাতে আকাশের কোল থেকে বলো কেন পড়িয়াছ খ’সি
পবিত্র তারার মতো আলো ল’য়ে মানুষের দারিদ্র্যের মাঝখানে নামি!’
এখানে ফুরায় সব,- শূন্য হয়,- স্তব্ধ হয় সব শক্তি,- যায় সব থামি,
হৃদয় কাতর হয়ে তৃপ্তি চায় অন্য নিঃসহায় হৃদয়ের পাশে ব’সি,
সিন্ধুর ঢেউয়ের মতো এইখানে ইচ্ছা শুধু একবার উঠিবে উচ্ছ্বসি,
তারপর, ভেঙে যাবে;- প্রেম নয়,- কিন্তু মৃত্যু আমাদের সকলের স্বামী!-

তোমার নক্ষত্র ছেড়ে কেন তুমি আমাদের মাঝখানে এই পৃথিবীতে
চ’লে এলে?- কোন্ স্থির নক্ষত্র যে কতদূরে তোমার আশায় জেগে রয়!
জানে সে কি নামিয়া এসেছ তুমি নষ্ট খেতে আড়ষ্ট মাঠের এই শীতে।
‘হে প্রেম, তোমারে খুঁজে অনেক নক্ষত্রে গিয়ে তারপর থামিতে যে হয়
তোমার বুকের ‘পরে;- যেইখানে জেগে আছ সেইখানে হয় যে জাগিতে,
যেইখানে ঘুমায়েছ সেইখানে ওগো প্রেম মৃত্যু খুঁজে ল’য় যে হৃদয়!’