এখানে ঘাসের ‘পরে

এখানে ঘাসের ‘পরে শুয়ে আছি- বিস্তীর্ণ প্রান্তর, যেন নেই পারাপার;
আকাশের মতো এই বিস্তীর্ণতার
বুকে শুয়ে মনে হয়: জীবনের স্রোত
আমারও হৃদয় থেকে কোনও দিন মুছবে না আর,-
যদিও ক্লান্তি আসে- যদিও মৃত্যুর অন্ধকার
ঘিরে ফেলে এক দিন; যেই শূন্য নিরীশ্বর থেকে চ’লে আসে
এ-সবুজ ঘাসগুলো বারবার পৃথিবীর ঘাসে
সে প্রান্তর, তোমাকে আমাকে ভালোবাসে।