এখন আকাশে রাত্রি হয়েছে
আমাদেরও দেশে সব ক্ষত ব্যথা বীভৎসতা
ক্ষমাময় হাতে মুছে ফেলে দিয়ে
রাত্রি বলেছে আরেক কথা।
সব চেয়ে প্রেম ভালো বটে, তবু
চারিদিকে লোভ ভয় ভুল কাম হননের ঝরা জল
সূর্যশক্তিবিসরিণী দিন-নদীর মতন
(সারা শতাব্দী) রক্তফেনায় কী উজ্জ্বল।
করুণা সে এক ঘর হয়- তবু সবঘরণীর মতো
যৌনাবেগের প্রণয় নয় সে- প্রেমের চেয়েও আলো
জ্বালায়ে নিখিল মনোহাসপাতালের
হৃদয়ে শরীরব্যথা ছড়ালো
হৃদয়ে মানস ব্যথা ঢেলে দিল ধীরে
এ ছাড়া হে যুগ, নেই আর কোনো ক্ষুধা
হে নীলকণ্ঠ বিহঙ্গ, তুমি প্রণয়োচ্ছ্বল বটে
তবুও কি সংবেদনের তাপে নবসূর্যের সুধা
আজকে ভিখিরি করুণা রাত্রি নারীসনাতন রূপে
কামকারণের অতীত সেবায় সবাইকে ভালোবেসেছে
স্বৈরী দ্বীপের মহিলাকে আমি ভালোবাসি সেই প্রেমে
সঙ্গতি দিতে অনন্ত শরীর নার্সিংহোমে এসেছে।