এখন বিকেলবেলা

ঢের দিন কাজ ক’রে এখন বিকেলবেলা এসেছে সময়
তোমার গুহায় ফিরে অপেক্ষায় ব’সে ছিল তোমার গৃহিণী
তোমার প্রেমিকদের ধীরে কাছে ডেকে মনে হয়
তোমার গণিকাদের না দেখেও চিনি
এক দিন রণ ক’রে গিয়েছিল সিদ্ধার্থ ও মার
নিজেদের শশব্যস্ত হৃদয়ের অস্পষ্টতায়
সেই সব অকৃত্রিম সরলতা তবু পৃথিবীতে
ঢুকে বার হতে আজ চায়
কেননা পুরোনো যুগ শেষ হয়ে গেছে ব’লে ঢের দিন নক্ষত্রে জুড়ায়
কেননা নতুন যুগ শুরু হয়ে গেছে ঢের আগে
সর্ব কালের চোখে আমরা সমান ভাবে বিবেচনাধীন
দক্ষ আর কন্যাদের মনোভাব মুছে নিতে যত দিন লাগে।
মাঝখানে মার্ক্স আর পিয়েরপন্ট মর্গানের মর্ত্য রয়েছে।