এখন মাথার টাক

এখন মাথার টাক ঘনায়ে উঠেছে ধীরে ধীরে
জোর আছে- তবু তার ব্যবহার নেই ক’ শরীরে
সর্বদায় এই সাধু কথা মনে হয়-
প্রণয়ের চেয়ে ভালো মানুষের মনের বিনয়
যদি কোনো সেকালের রূপসীকে দেখেছি বুড়িয়ে
ব’সে আছে এইসব সহজাত মনোভাব নিয়ে
তাহলে তাহার দিকে আমিও করিয়া ভ্রূক্ষেপ
একাকী মাথার ‘পরে শীত রাতে টেনে নিই লেপ।