এখন মাঠের থেকে মাঠে

এখন মাঠের থেকে মাঠে
হরিণ হাওয়ার মতো হাঁটে
গুলির আঘাতে রাত কাটে
এখন মাঠের থেকে মাঠে

মাঠে অন্ধকারে
মুরগিরা ঝাড়ে
বুনো পাখা,- ঘুমাতে কি পারে
সোনালি পেঁয়াজি পাখা ঝাড়ে

আঁধারে কোথায় করে ভিড়
চড়ুই বাবুই পাখিনির
তুলোর গুটির মতো নীড়
তুলোর শরীর?

মাছরাঙা গর্তে তাহার
দেখে নি এমন অন্ধকার
কেঁচো ব্যাং কেন্নোরা আর
জীবনে পাবে কি পারাপার!

অন্ধকার শীতে
ব্যথা আর পাই না ক’ চলিতে-চলিতে
মাছরাঙা কেঁচো ব্যাং চড়ুইয়ের বুকে ব্যথা দিতে
এমন অনেক রাত এসেছে কঠিন পৃথিবীতে

তবুও নক্ষত্র থেকে আলো
চায় না- পায় না তারা; তাদের বাসে না কেউ ভালো
অনেক হারালো ডিম- নীড় যে অনেক ফুরালো
তবুও ভোরের বেলা আকাশ জুড়ালো

সে-ভোর দেখেছি আমি ঢের
রাতের আঁধার কিনারের
কিনারে পেয়েছি তারে টের
সোনালি পেঁয়াজি পাখিদের

সে-ভোর দেখেছি আমি ঢের
যদিও মাঠের থেকে মাঠে
হরিণ হাওয়ার মতো হাঁটে
গুলির আঘাতে রাত কাটে
যদিও তখন মাঠে-মাঠে।