এখন নতুন দিন

এখন নতুন দিন উদ্বেলতা আলো
তবুও করুণা নগ্ন রমণীর মতো কেন কেঁপে ওঠে শীতে
অক্লান্ত প্রাণ ছাড়া মানুষ কিছুই
পাবে কি এ ব্যস্ত পৃথিবীতে?

নিশ্চুপ থাকার চেয়ে তবু প্রয়াণ ঢের ভালো
অগ্রসর হ’তে-হ’তে সূর্যকে মনে হয় কাছে
নীলিমা নক্ষত্র সব আনন্দ জানায়-
তাহ’লে তো মানুষের ভবিষ্যৎ আছে।

তাই সে হনন ক’রে ভুল করে, দ্বেষ করে তবু
বন্দর নক্ষত্র জ্ঞান জ্ঞানপাপ দিয়ে
কলকাতা লন্ডন রোম বার্লিন গড়েছে
মানুষের পৃথিবী হারিয়ে।