ফাল্গুনের গোধূলি

বাইরে ফাল্গুনের গোধূলি অন্ধকারের ভিতর হারিয়ে গেল
অন্ধকারের ভিতর, প্রবল বাতাসের ভিতর
আকাশের দূর কিনারায় নীল মেঘ- সবুজ নীল বিদ্যুতের আমোদ
আকাশের বিস্তৃত সমতলতার ভিতর ছেঁড়া-ছেঁড়া জাফরান আলো- দু’-একটা নক্ষত্র
এমনই ক’রে ফাল্গুনের গোধূলি নীল হলদে আকাঙ্ক্ষার অপরূপ বিস্তৃতির ভিতর হারিয়ে গেল
সবুজ বাতাসের রোমশ দানবীয় নৃত্য অন্ধকারের তরঙ্গে-তরঙ্গে গ্রাস ক’রে ফেলল তাকে
এই গোধূলি ও অন্ধকারের সঙ্গমের ভিতর- এই আশ্চর্য আকাশে
সোনালি চিল এক বার শেষ গা ভাসিয়ে গেল তার;
অসংখ্য স্বপ্নের চিলের হাতে এই আকাশকে ছেড়ে দিয়ে গেল
এই সবুজ নীল বিদ্যুৎ, বাতাস ও জাফরান আলোর আশ্চর্য ফাল্গুন-রাত্রিকে।