গানের দেবতারা

গানের দেবতারা কোথায় লুকিয়ে রয়েছে যেন-
লুকিয়ে রয়েছে আমার হৃদয়ে?

আমার রক্তে
দিনরাত পৃথিবীর মিছিল
একটা মুমূর্ষু জন্তুর মতন গোঙায়
সদ্যপ্রসূত শাবকের মতো আক্ষেপ করে বিলোল।

কিন্তু আমার চোখের কিনারে গোধূলি জ’মে ওঠে
কাঞ্চনকুশ নদীর তীরে চ’লে যাই
সেই নদী এই পৃথিবীর নয়-

সেইখানে কালশিটে শাখার থেকে কালো শাখায় আবছা পাখায় উড়ে বেড়াই আমি
জাফরান তরঙ্গের থেকে উত্থিত গান
আমার জন্য কমলারঙের মেঘ সৃষ্টি করে সেইখানে
কমলারঙের মেঘ
কমলারঙের মেঘ চির-দিন

সেইখানে স্বপ্নের সোনা বিবর্ণ হয় না আর
আমার হৃদয়ের মৃত্যু হয় না- কোনও দিন।