ঘড়ির ভিতর থেকে সময়কে

ঘড়ির ভিতর থেকে সময়কে বার ক’রে যদি তুমি এক দিন
এখানে টাঙায়ে রেখে দিতে পার হরিয়াল-পালকের মতন রৌদ্রের
প্রান্তরের পারে এক মনীষীর সাদা, স্থির গ্যাজেবো’র মতো
তিতির-ধূসর এই নদীটিকে রেখে দিতে পার তার সকল আয়ুর রেখা নিয়ে
যত দিন আমাদের সুখের প্রত্যাশা তার জলে বেঁচে থাকে
তুমি যদি আভা ক’রে দিতে পার সেই ঘোর বিকেলকে
চিনেবাসনের বুকে টেনে এনে হৃদয়ের আশ্চর্য ঈর্ষায়
আমার হৃদয় তবে পৃথিবীর পথে চ’রে হয়তো শান্তি পাবে- তবু…
যদিও শান্তির ঢের বয়ঃক্রম হয়ে গেছে- এখন বিপ্লবে মৃত্যু চাই।