ঘুমায়ে পড়িতে হবে একদিন

ঘুমায়ে পড়িতে হবে এক দিন আকাশের নক্ষত্রের তলে
শ্রান্ত হ’য়ে- উত্তর মেরুর সাদা তুষারের সিন্ধুর মতন!
এই রাত্রি,- এই দিন,- এই আলো,- জীবনের এই আয়োজন,-
আকাশের নীচে এসে ভুলে যাব ইহাদের আমরা সকলে!
একদিন শরীরের স্বাদ আমি জানিয়াছি, সাগরের জলে
দেহ ধূয়ে;- ভালোবেসে বুঝিয়াছি আমাদের হৃদয় কেমন!
একদিন জেগে থেকে দেখিয়াছি আমাদের জীবনের এই আলোড়ন,
আঁধারের কানে আলো- রাত্রি দিনের কানে কত কথা বলে

শুনিয়াছি;- এই দেখা- জেগে থাকা একদিন তবু সাঙ্গ হবে,-
মাঠের শস্যের মত আমাদের ফলিবার রয়েছে সময়;-
একবার ফ’লে গেলে তারপর ভালো লাগে মরণের হাত,
ঘুমন্তের মত ক’রে আমাদের কখন সে বুকে তুলে লবে!
সেই মৃত্যু কাছে এসে একে-একে সকলেরে বুকে তুলে লয়;-
সময় ফুরায়ে গেলে সব চেয়ে ভালো লাগে তাহার আস্বাদ!